শিয়রে পুরভোট, ১৪২টি সিসিটিভি ক্যামেরা চালু হতে চলেছে বালুরঘাটে

আজ কালের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা পুরসভার হাতে তুলে ক্যামেরাগুলি তুলে দেবে।

January 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

পুরসভা ভোটের আগে বালুরঘাট শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ১৪২টি সিসি টিভি ক্যামেরা চালু করা হচ্ছে। যা বালুরঘাট থানা থেকে পরিচালিত হবে। দুই বছর ধরে বালুরঘাট পুরসভায় গ্রিন সিটি প্রকল্পের অধীনে এই ক্যামেরাগুলি বসানোর কাজ চলছিল। আগামী এক দু’দিনের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত এজেন্সি পুরসভার হাতে এই ক্যামেরাগুলির দায়িত্ব তুলে দেবে। এদিকে সামনেই পুরভোট। তার আগে অশান্তি ও অপরাধ রুখতে এই ক্যামেরাগুলি পুলিসের কাজে সহায়তা করবে। তবে দু’বছর ধরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ ঝুলে ছিল। কিন্তু  ভোটের আগে তা চালু হচ্ছে। যা নিয়ে বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে।এবিষয়ে বালুরঘাট পুরসভার এগজিকিউটিভ অফিসার প্রদীপ ভট্টাচার্য বলেন, বালুরঘাট পুরসভা এলাকায় প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছিল। তা এবার চালু হয়ে গিয়েছে। আজ কালের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা পুরসভার হাতে তুলে ক্যামেরাগুলি তুলে দেবে। এই ক্যামেরাগুলি বালুরঘাট থানা থেকে নিয়ন্ত্রণ হবে এবং ভোটের কাজেও অনেক সহায়তা করবে। 


এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার রাহুল দে বলেন, বালুরঘাট শহর এলাকায় চুরি বা যে কোন অপরাধ রুখতে এই সিসিটিভি ক্যামেরাগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সামনেই ভোট আসছে, ভোটের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ক্যামেরাগুলিকে ব্যবহার করা যেতে পারে। 


পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে গ্রিন সিটি প্রকল্পে শহরে ১৪২টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। সেই কাজের জন্য বরাদ্দ হয় ১ কোটি ৩৯ লক্ষ টাকা। ওয়ার্ক অর্ডারের কয়েক মাসের মধ্যে সেই কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। এক বছরের মাথায় ২০২০ সালের শেষদিকে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে শোকজ করা হয়। পরবর্তীতে ফের সেই কাজের সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের মধ্যে শেষ করার কথা বলা হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও কাজ আটকে ছিল। যা এতদিনে শেষ করা হয়েছে। এদিকে এতদিন ক্যামেরা চালু না হওয়ায় ঠিক পুরভোটের আগে ক্যামেরাগুলি চালু করায় বিরোধীরা কটাক্ষ করেছেন। 


এবিষয়ে বালুরঘাট পুরসভার প্রাক্তন আরএসপি কাউন্সিলার প্রলয় ঘোষ বলেন, বিগত পুরবোর্ডের সময়েও সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ছিল, তা হয়নি। পরবর্তীতে এই কাজের টেন্ডার হলেও এতদিনে ইচ্ছে করে কাজ করা হয়নি। আজ হঠাৎ ভোটের মুখে সিসিটিভি ক্যামেরা চালু করে শাসক দল মানুষের মন জোগাতে চাইছে। বালুরঘাট টাউন বিজেপি মণ্ডল সভাপতি সুমন বর্মন বলেন, এতদিন বালুরঘাট পুরসভা অনাথ ছিল। মানুষ কোনও পরিষেবা পায়নি। এখন তৃণমূল ভণ্ড উন্নয়নে ঝাঁপাচ্ছে। তিন মাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা চালু হওয়ার কথা থাকলেও এতদিন কেন কাজ বন্ধ ছিল?

 
তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস বলেন, আমি যতদূর জানি, বরাতপ্রাপ্ত কাজের সংস্থা এতদিন কাজে ঢিলেমি করছিল। বর্তমান পুরবোর্ড দ্রুত সেই কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। এখন সেই সিসিটিভি ক্যামেরাগুলি চালু হয়েছে। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো হবে। 


সামনেই বালুরঘাট পুরসভায় নির্বাচন। নির্বাচনে ফ্লেক্স ছিঁড়ে ফেলা, অশান্তি সহ নানা ধরনের বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা যায়। এছাড়াও মারধর ও বহিরাগত দুষ্কৃতীদের অপরাধ রুখতে এই ক্যামেরাগুলি সাহায্য করবে। এছাড়াও শহরে চুরি, ইভটিজিং সহ নানা অপরাধ দমনে পুলিসকে সহায়তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen