পাকিস্তানী হামলার প্রত্যুত্তরে আফগান সেনার আক্রমণে মৃত ১৫ পাকিস্তানী সৈনিক
October 12, 2025
|
< 1 min read
Published by: Ritam

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে আফগান বাহিনী সীমান্তবর্তী প্রদেশগুলিতে পাকিস্তানি পোস্টগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। হেলম্যান্ড, কান্দাহার, জাবুল, পাকতিকা, পাকতিয়া, খোস্ত, নাঙ্গারহার এবং কুনার প্রদেশ এই হামলা হয়েছে। এই প্রদেশগুলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
সীমান্তবর্তী এলাকায় এই প্রতিহামলা পরিস্থিতি তপ্ত করে তুলেছে। যেকোনো সময় সম্মুখসমরে যুদ্ধে নামতে পারে পাকিস্তান এবং আফগানিস্তান। স্থানীয় জনগণ এবং সীমান্তবর্তী এলাকায় থাকা সাধারণ মানুষ বর্তমানে উদ্বিগ্ন।