আসানসোল, বালিগঞ্জ উপনির্বাচনে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

গত ২০২১ বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভা পিছু ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল।

March 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচন। এমনই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভায় উপনির্বাচন। গত ২০২১ বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভা পিছু ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবারেও একই স্কেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পরে বলে সূত্রের খবর।

বুধবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি সপ্তাহের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। এডিজি আইন শৃঙ্খলা সোমবার এই বিষয়ে রিপোর্ট দিচ্ছে। সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে।

প্রচারের সময় সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেই কারণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সমস্ত স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন পড়বে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকা নির্বাচন কমিশনের উচ্চ পদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে, বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen