খেলা হবে দিবস পালনের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে ক্লাবগুলিকে

রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

August 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
খেলা হবে দিবস পালনের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে ক্লাবগুলিকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬ অগস্ট খেলা হবে দিবস পালনের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে ক্লাবগুলিকে। শুক্রবার এমনই ঘোষণা করল রাজ্যের ক্রীড়া দপ্তর। রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন ক্লাবগুলি খেলা হবে দিবস পালনের জন্য টাকা পাবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি পুরনিগমে এই কর্মসূচি পালন করা হবে। আর কলকাতা পুরনিগমের অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডেই পালন করা হবে এই কর্মসূচি। খেলা হবে দিবস পালনের জন্য প্রত্যেক ইউনিটকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া জেলায় জেলায় যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছে, তাদেরও ১৫০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সচিবের তরফ থেকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসকদের।

একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ অগস্ট খেলা হবে দিবস পালন করার কথা জানান। কেন ১৬ অগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে বেছে নেওয়া হল, সেকথাও জানান তিনি। ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদপিষ্টের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। ওই দিনদিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। সেজন্য ১৬ অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen