সুখবর! বাংলায় ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৭৯২

আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ।

November 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাত পোহালেই খুলবে রাজ্যের স্কুল-কলেজ। রাজ্যের এই সিদ্ধান্তে অভিভাবকরা খুশি হলেও খানিকটা আতঙ্ক থাকছেই। এই পরিস্থিতিতে বাংলার কোভিড গ্রাফে সামান্য হলেও স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭৮২ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২১৬ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৩ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। ফলে এদিনের গ্রাফে স্বস্তিতে এই দুই জেলার বাসিন্দারা। 

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৭ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৪, ৯৭৫। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৫ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও নদিয়ার একজন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩১৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৯২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৭, ৬০৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen