বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮, সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের।
June 16, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৯৮ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৯৭২। মৃত্যু একজনের। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৯১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।
একদিনে ৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৫৪ হাজার ১০৭ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩২ লক্ষ ১৬ হাজার ২৪৯ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।