মোদীর রাজ্য গুজরাতে একযোগে ১৬ মন্ত্রীর ইস্তফা, কারণ কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৬: মোদীর রাজ্য গুজরাতে বিধানসভা ভোটের এখনও বেশ কিছু সময় বাকি। তবে তার আগেই রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত দিল বিজেপি (BJP)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের (Bhupendra Patel) কাছে একযোগে ইস্তফা জমা দিলেন রাজ্যের ১৬ জন মন্ত্রী।
বিজেপির সূত্রে খবর, এটি দলীয় ‘প্রথা’ অনুযায়ী মন্ত্রিসভা ঢেলে সাজানোর প্রস্তুতি। গুজরাতে আগামী বছর স্থানীয় নির্বাচন রয়েছে- মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা ও তালুক পঞ্চায়েত সহ একাধিক স্তরে। সেই ভোটের আগে সংগঠন ও প্রশাসনে নতুন রূপ দিতে চাইছে দল।
যদিও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের পদে পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছে বিজেপির একাংশ। তিনি ২০২২ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তবে ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
গত ৪ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলকে (C. R. Patil) সরিয়ে রাজ্য বিজেপির (BJP) সভাপতি করা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর নেতা জগদীশ বিশ্বকর্মাকে (Jagdish Vishwakarma)।
২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাতের মুখ্যমন্ত্রী হন আনন্দীবেন পটেল। ২০১৬-তে তিনি ইস্তফা দিলে দায়িত্ব পান বিজয় রূপাণী। তিনিও ২০২১-এ দলীয় নির্দেশে পদত্যাগ করেন। এরপর ভূপেন্দ্র পটেলকে মুখ্যমন্ত্রী করা হয়, যিনি পটেল সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর নেতৃত্বে ২০২২-এ বিজেপি (BJP) বিপুল জয় পায়।
সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হতে পারে। গুজরাতে মন্ত্রিসভার এই হঠাৎ রদবদল বিজেপির দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের পদ আপাতত নিরাপদ, ভবিষ্যতে তাঁর জায়গা নিয়ে দল কী সিদ্ধান্ত নেয়, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।