অসমের একটি বুথে ভোটার ৯০জন, অথচ ভোট পড়ল ১৭১টি!

ঘটনাটি জানাজানি হতেই ৫ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছেন জেলার নির্বাচনী আধিকারিক। পুনর্নির্বাচনও হতে চলেছে ওই বুথে, তবে এখনও সরকারি নির্ঘণ্ট প্রকাশিত হয়নি।

April 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুথে ভোটার সংখ্যা ৯০। অথচ ভোট পড়েছে ১৭১। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত অসমের (Assam) ডিমা হাসাও (Dima Hasao) জেলায়। নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, ব্যাপক গরমিল হয়েছে ভোটগ্রহণের। 

গত ১ এপ্রিল ভোটগ্রহণ হয় অসমের (Assam) হাফলং (Haflong) কেন্দ্রে। সেখানে ভোটের হার ৭৪ শতাংশ। ওই কেন্দ্রের খোটলির এলপি স্কুলে ভোটার তালিকায় নাম রয়েছে ৯০ জনের। অথচ ভোট পড়েছে ১৭১টি ভোট। এক আধিকারিক জানিয়েছে, গ্রামের প্রধান ভোটার তালিকা মানতে অস্বীকার করেন। তিনি পৃথক একটি তালিকা আনেন। সেই অনুযায়ী চলে ভোটগ্রহণ।  কিন্তু কেন পোলিং অফিসাররা তাঁর কথা শুনলেন? বা বুথে নিরাপত্তা ছিল কিনা, তাও স্পষ্ট নয়।   

ঘটনাটি জানাজানি হতেই ৫ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছেন জেলার নির্বাচনী আধিকারিক। পুনর্নির্বাচনও হতে চলেছে ওই বুথে, তবে এখনও সরকারি নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen