বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা জয়ী ৮২৫ জন
বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
Authored By:

করোনা রুখতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। তা সত্ত্বেও প্রতিদিনই নতুন সংক্রমিত হচ্ছেন রাজ্যবাসী। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। যা অত্যন্ত সামান্য হলেও আগের দিনের তুলনায় কম। তবে এক ধাক্কায় বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৩৩ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৬১ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটা কম।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৬ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৭, ৫১৬।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৫ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৫৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮০, ০৮৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।