ফিরল কুম্ভমেলার ভয়ঙ্কর স্মৃতি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের

প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কয়েক হাজার মানুষের ভিড়ে প্ল্যাটফর্ম থিক থিক করছিল।

February 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফিরল কুম্ভমেলার ভয়ঙ্কর স্মৃতি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফিরে এল মৌনী অমাবস্যায় কুম্ভমেলায় পদপিষ্টের ভয়ঙ্কর স্মৃতি, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৮ জনের। যার মধ্যে রয়েছেন ১০ মহিলা ও তিন শিশু।

জেনারেল টিকিট ইস্যু করা হচ্ছিল, দেরিতে চলছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। তাতেই ভিড় আছড়ে পড়ল। যার জেরে পদপিষ্টের ঘটনা ঘটল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, শনিবার রাত ১০টা নাগাদ পূর্ণকুম্ভে স্নানযাত্রার জন্য প্রয়াগরাজ এক্সপ্রেস ধরতে হাজির হন বহু পুণ্যার্থী। প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কয়েক হাজার মানুষের ভিড়ে প্ল্যাটফর্ম থিক থিক করছিল। অভিযোগ, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এসক্যালেটর ও লিফ্ট বন্ধ করে দেওয়া হয়। ভিড় উপচে পড়ে ওভারব্রিজে। লাইন টপকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় পড়ে জখম হন অনেকে।

কুম্ভমেলার মতোই রেলের তরফে প্রথমে ঘটনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়। যদিও পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে জানান, “নয়াদিল্লি রেলস্টেশনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দিল্লি পুলিশ এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। অস্বাভাবিক ভিড় সামাল দিতে চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এখন আর কোনও ভিড় নেই।” দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরাও পৌঁছে যায় স্টেশনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen