18th Lok Sabha: তৃণমূল সাংসদদের কার পারফরম্যান্স কেমন?
লোকসভায় একাধিক বদল এসেছে তৃণমূলের সংসদীয় দলে। দলনেতার দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: লোকসভায় একাধিক বদল এসেছে তৃণমূলের সংসদীয় দলে। দলনেতার দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদে ইস্তফা দিয়েছেন আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই পদে এসেছেন চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার। উপ দলনেত্রী হয়েছে শতাব্দী রায়। মনে করা হচ্ছে, লোকসভায় আরও আক্রমণের ঝাঁঝ বাড়াতে চলেছে বাংলার শাসক দল।
এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূল কোন সাংসদের পারফরম্যান্স কেমন?
অষ্টাদশ লোকসভায় ৫ আগস্ট পর্যন্ত তৃণমূলের তরফে সব থেকে বেশি প্রশ্ন করেছেন প্রবীণ সাংসদ সৌগত রায়৷ তাঁর লিখিত প্রশ্নের সংখ্যা ৯৭।
দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়৷ তাঁর লিখিত প্রশ্নের সংখ্যা ৭৯৷
তৃতীয় স্থানে আছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সাংসদ কীর্তি আজাদ। তিনি ৬৮টি প্রশ্ন করেছেন৷
চতুর্থ স্থানে আছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), তাঁর প্রশ্নের সংখ্যা ৬৪৷
সদ্য মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের সংখ্যা ৩২৷
অষ্টাদশ লোকসভায় এখনও পর্যন্ত কোনও প্রশ্ন করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, শর্মিলা সরকার, জগদীশ চন্দ্র বাসুনিয়া৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অংশ নিয়েছেন সাতটি বিতর্কে অংশ নিয়েছেন। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ অংশগ্রহণ করেছেন ন’টি বিতর্কে৷