গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার ২০০০-এর গণ্ডি পেরল

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি।

February 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে ধীরে ধীরে অনেকটাই আয়ত্তে এসেছে করোনা (Coronavirus)। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বাড়ল সংক্রমণ। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,০১৪ জন। করোনার বলি হয়েছেন ৩৩ জন। সুস্থতার হার ৯৭.৮৬ শতাংশ।

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৬৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ২৩৪ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ২৩৩।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১৩৮ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ১৩৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৯৭, ৫৩০।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৯ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৬৫২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫, ৫৪৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৫৪, ৭৩৬। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen