কনফার্ম হয়নি টিকিট, ১ বছরে ট্রেনে উঠতে পারেনি ২.৫ কোটি যাত্রী, নীরব রেলমন্ত্রক

রেল বোর্ডের দাবি, ভিড় সামাল দিতে নানান সময় বিকল্প ব্যবস্থা করা হয়।

May 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
১ বছরে ট্রেনে উঠতে পারেনি ২.৫ কোটি যাত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়েটিং লিস্ট কনফার্ম না হওয়ায় রেলের বাতিল হয়ে যাওয়া টিকিটের সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০২০-২১ অর্থ বছরে সংখ্যাটা ছিল ৬১ লক্ষ। ২০২১-২২ অর্থবর্ষে তা পৌঁছয় দেড় কোটিতে। ২০২২-২৩ আর্থিক বছরে সংখ্যাটা আড়াই কোটিও পেরিয়ে গিয়েছে। মোদী সরকারের তথ্যই এমন কথা বলছে। অন্যদিকে, রেলযাত্রীদের বক্তব্য, অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াক রেলমন্ত্রক। রেলমন্ত্রক জানিয়েছে, ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম না হওয়ার কারণে ২০২২-২৩ অর্থ বছরে মোট ২ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৮৯১ জন যাত্রী ট্রেনে চড়তেই পারেননি।

রেল বোর্ডের দাবি, ভিড় সামাল দিতে নানান সময় বিকল্প ব্যবস্থা করা হয়। টিকিটের চাহিদা তুঙ্গে থাকলে, স্পেশাল ট্রেন চালানো হয়। অন্যান্য সময়ও টিকিটের চাহিদা অনুযায়ী ক্লোন এবং স্পেশাল ট্রেন চালায় রেলমন্ত্রক। কিন্তু প্রতি বছর টিকিট না পাওয়া রেলযাত্রীর সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে, তার কোনও কারণ ব্যাখ্যা করেনি রেল বোর্ড।

যাত্রীদের অভিযোগ, রেলভবনে ইমার্জেন্সি কোটায় ভিআইপিরা নানান পরিষেবা পান। কিন্তু সাধারণ যাত্রীরা সেসব পরিষেবা পান না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen