রাজ্যে CEO-র জোড়া মিটিংয়ে SIR-র প্রস্তুতি! বিহারের মতো কি বাংলাতেও বাদ যাবে ভোটারদের নাম?
দিল্লির জাতীয় বৈঠকের আগে রাজ্যে টানা প্রস্তুতিতে ব্যস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:১৫: দিল্লির জাতীয় বৈঠকের আগে রাজ্যে টানা প্রস্তুতিতে ব্যস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (CEO, West Bengal)। শনিবার এবং সোমবার, দুই দফায় বৈঠক ডাকলেন সিইও মনোজ আগারওয়াল। লক্ষ্য একটাই- স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ঘিরে পূর্ণাঙ্গ প্রস্তুতি খতিয়ে দেখা।
কমিশন সূত্রে খবর, শনিবারের বৈঠক হবে অভ্যন্তরীণ। সিইও দপ্তরের আধিকারিকরা সেখানে বসে প্রস্তুতি পর্যালোচনা করবেন। আর সোমবারের বৈঠকে যোগ দেবেন প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক। প্রতিটি জেলার প্রস্তুতি খুঁটিয়ে দেখা হবে। এর পর ১০ সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে যাবতীয় তথ্য তুলে ধরবেন সিইও (CEO)।
ভোটার তালিকা সংশোধন নিয়ে এখন জাতীয় স্তরে প্রবল আগ্রহ। বিহারে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও সেখানে চলছে খসড়া তালিকা সংশোধন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে গোটা দেশে এই ব্যবস্থা চালুর পথে কমিশন। ফলে প্রশ্ন উঠছে-বিহারের পর কি এবার বাংলাতেও শুরু হবে ভোটার তালিকার প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে?
সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছিলেন, বাংলার ক্ষেত্রেও সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে। এবার সেই প্রতিফলন যেন স্পষ্ট হচ্ছে প্রস্তুতি বৈঠকের মধ্যেই।
রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় SIR হলে বিতর্ক অনিবার্য। বিরোধীরা যেমন ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলছে, তেমনই শাসক তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশন বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট টিএমসিপির সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে বলেন, প্রকৃত ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তৃণমূল তা কোনওভাবেই মেনে নেবে না। প্রয়োজনে ১০ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।