হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বারাবাঁকি! পদপিষ্ট হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর, আহত বহু
মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে। চারিদিক অশান্ত হয়ে ওঠে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৬: হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বারাবাঁকি। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে এসে পড়ল পুণ্যার্থীদের ভিড়ে। পুজো দিতে এসে তড়িদাহত হলেন অনেকে। বিশৃঙ্খল পরিস্থিতিতে মন্দিরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার থেকে বাঁচতে পুণ্যার্থীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ফলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বলে চিৎকার করে ওঠেন কয়েকজন। এরপরই প্রাণ বাঁচাতে মন্দির প্রাঙ্গণের এদিক ওদিক ছুটতে থাকেন সকলে। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে। চারিদিক অশান্ত হয়ে ওঠে।
জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘রাতের দিকে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিচ্ছিলেন। তখনই একটি বাঁদর বিদ্যুতের খোলা তারের উপর ঝাঁপ দেয়। তার জেরে তারটি ছিঁড়ে মন্দিরের টিনের চালের উপর পড়ে। সেই ধাতব ছাউনি দিয়েই ছড়িয়ে পড়ে বিদ্যুৎ। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।
এখনও পর্যন্ত মৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ দপ্তরের তরফে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্রাবণ মাসে সোমবার উপলক্ষে ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল অনেকটাই বেশি। রবিবার রাত থেকেই ভক্তরা সেখানে ভিড় জমিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, মন্দিরে বিদ্যুতের তার ও সংযোগ নিয়ে আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি বলেই এই বিপত্তি।