জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষ, শহীদ এক সেনা, নিহত দুই জঙ্গি

September 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: উধমপুর জেলায় গতকাল সন্ধ্যায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় এক সেনা সদস্য শহিদ হয়েছেন। সেনা সূত্রে জানা গেছে, এই অভিযান বেসন্তগড় এলাকায় হয়েছিল, যা উধমপুর, ডোডা ও কাঠুয়া জেলার সংযোগস্থল।

সেনারা জানিয়েছে, সন্ত্রাসবাদীরা জঙ্গলে লড়াই করার প্রশিক্ষণপ্রাপ্ত। বেসন্তগড় এলাকা নিয়মিতই সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষের জন্য পরিচিত। এই অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন।

এই ঘটনাটি গত দুই সপ্তাহে জম্মু-কাশ্মীরে দ্বিতীয় বড় গুলির লড়াই। এর আগে কুলগাম জেলায় এক সংঘর্ষে দুই সেনা শহিদ হয়েছিলেন, যার মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার ছিলেন।

জম্মু অঞ্চল, যা আগে তুলনামূলকভাবে সন্ত্রাসমুক্ত ছিল, গত চার বছরে নিরাপত্তার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জঙ্গিদের সক্রিয়তা বাড়ায় সরকার counter-terrorism বাহিনী শক্তিশালী করেছে। হাজার হাজার অতিরিক্ত সেনা ও প্যারামিলিটারি সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপর এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযান কেবল সন্ত্রাস দমনেই সাহায্য করছে না, বরং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এতে আবারও স্পষ্ট হয়েছে, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এখনও সতর্কতার দাবি রাখে। সাধারণ মানুষকে নিরাপত্তা নির্দেশ মেনে চলা জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen