সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২ মার্কিন সেনা, ‘ভয়ংকর প্রত্যাঘাত’-এর হুঁশিয়ারি ট্রাম্পের

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: সিরিয়ায় ফের মাথাচাড়া দিয়ে উঠল ইসলামিক স্টেট (IS)। জঙ্গি সংগঠনের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই মার্কিন সেনা জওয়ান এবং এক মার্কিন নাগরিক। আর এই ঘটনার পরই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সরাসরি ‘ভয়ংকর প্রত্যাঘাত’-এর (Hit hard) হুঁশিয়ারি দিলেন তিনি।

শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে এই হামলার খবর প্রকাশ্যে আনা হয়। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সিরিয়ার (Syria) একটি স্থানে মার্কিন সেনার বৈঠক চলাকালীন এক আইএস জঙ্গি সেখানে অতর্কিতে হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় এলোপাতাড়ি গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ান ও এক মার্কিন নাগরিকের। পাশাপাশি এই হামলায় আরও তিন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। তবে মার্কিন সেনার পালটা গুলিতে ওই হামলাকারী জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ সরব হন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, “সিরিয়ার এক বিপজ্জনক অঞ্চলে আমেরিকা ও সিরিয়ার বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। যে অঞ্চলটি ওদের (সিরিয়া) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই।” এরপরেই তাঁর হুঁশিয়ারি, “ভয়ংকর প্রত্যাঘাত করা হবে।”

পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আহমেদ আল-শারায় যা ঘটেছে তাতে তিনি অত্যন্ত মর্মাহত। তিনি আরও জানান, এই লড়াইয়ে সিরিয়া মার্কিন সেনাদের পাশাপাশি রয়েছে এবং আল-শারাও এই ঘটনায় ক্ষুব্ধ।

শুধু ট্রাম্পই নন, এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিবও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “এটা সকলের জেনে রাখা উচিত, কেউ যদি আমেরিকানদের উপর হামলা চালায় তবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাঁর জীবনের শেষ প্রহর চলছে। আমেরিকা তাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।”

প্রশাসন সূত্রে খবর, আহত তিন জওয়ানের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সিরিয়ার মাটিতে নতুন করে আইএসের এই আস্ফালন আন্তর্জাতিক মহলে ফের উদ্বেগের সৃষ্টি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen