বাংলায় আরও কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ২৭৮ জন

আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ।

February 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। তবে সামান্য বাড়ল মৃতের সংখ্যা এবং পজিটিভিটি রেট।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর২৪ পরগনা। সেখানে একদিনে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখনও পর্যন্ত বাংলায় মোট ২০ লক্ষ ১৩ হাজার ৩৫৩ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ৫ হাজার ৫৪০।

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে খানিকটা। একদিনে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। রবিবার মৃত্যু হয়েছে ৭ জনের। করোনা এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৩২ জনের প্রাণ গিয়েছে। দৈনিক সুস্থতাও বেড়েছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন ভাইরাসকে হারিয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৮১ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৭৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। একদিনে ২ লক্ষ ৪৯ হাজার ৫০৫ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন এবং বাকি ২ লক্ষ ১৫ হাজার ৮৫১ জন দ্বিতীয় ডোজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen