অর্জুন সিংহের গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২০০০ নেতা–কর্মী

বড় ভাঙনের সাক্ষী থাকতে হল বিজেপিকে

September 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভাঙন চলছিলই। এবার আরও বড় ভাঙনের সাক্ষী থাকতে হল বিজেপিকে। ভবানীপুর উপনির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অর্জুন সিং। আর তাঁর গড়েই ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আর এই ভাঙন যথেষ্ট বড় এবং তাৎপর্যপূর্ণ। কারণ এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টিটাগড়ের নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার ঘনিষ্ঠ এক নেতা–সহ প্রায় দু’‌হাজার নেতা–কর্মী। এখন প্রশ্ন উঠছে, ভবানীপুর সামলাতে গিয়ে কী নিজের ঘরই সামলাতে পারলেন না অর্জুন?‌

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে একটি যোগদান কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী–সহ অন্যান্যরা। সেখানেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন বহু বিজেপি কর্মী। ঘাসফুল শিবিরের দাবি, সেখানে প্রায় ২০০০ নেতা–কর্মী তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেই ছিলেন রাজু সাউ। যিনি নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen