দেশ বিভাগে ফিরে যান

এক লিটার দুধ ৮১ জন পড়ুয়াকে!

December 1, 2019 | < 1 min read

উত্তরপ্রদেশের মির্জাপুরের পর সোনভদ্র, মিড ডে মিল নিয়ে ফের খবরে উঠে এল। এবার সোনভদ্রের একটি স্কুলে এক লিটার দুধ, জলে মিশিয়ে ৮১ জন পড়ুয়াকে খেতে দেওয়ার একটি ভিডিয়ো সামনে এসেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি অ্যালুমিনিয়ামের পাত্রে এক বালতি জল দিয়ে দিতে একটি এক লিটারের একটি দুধের প্যাকেট কেটে ঢেলে দিচ্ছেন এক মহিলা। ‘দুধ মেশানো সেই জল’ অর্ধেক গ্লাস ভর্তি করে পড়ুয়াদের মধ্যে ভাগ করে দিচ্ছেন তিনি।
সোনভদ্রের এই ভিডিয়োটি স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যের মাস দুয়েক আগে তোলা বলে জানা গিয়েছে।

ওই মহিলা কর্মী, ফুলবন্তী জানিয়েছেন, তাঁকে এক প্যাকেট দুধই দেওয়া হয়েছিল।

আবার ওই স্কুলের এক শিক্ষক জিতেন্দ্র কুমার দাবি করেন, আরও দুধের প্যাকেট ছিল, ওই মহিলা কর্মী সেটি জানতেন না। তাই তিনি ভুল করে মাত্র এক প্যাকেটই বিলি করেছেন। ব্লক এডুকেশন অফিসার মুকেশ কুমারের দাবি, প্রথমে হয়তো কিছু ভুল হয়েছিল, কিন্তু ওই দিন পরে আরও দুধ বিলি করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন