ঘুম বিলাসীদের জন্যে এক লোভনীয় চাকরি
ঘুমোতে ভালোবাসেন? সারাদিন শুধু ঘুম পায়?আড্ডা হোক বা সিনেমা সব জায়গায় ঘুমিয়ে পড়েন?তাহলে আপনার জন্য অপেক্ষা করছে স্বপ্নের চাকরি। যে কাজে আপনাকে শুধু ঘুমাতে হবে। সপ্তাহে সাতদিন, রোজ ন’ঘণ্টা করে। এ ভাবে ১০০ দিন। তাহলেই মিলবে এক লক্ষ টাকা।
সম্প্রতি ভারতের একটি স্টার্স্ট আপ সংস্থা নিয়ে এসেছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। সেই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’।
বিবরণে বলা হয়েছে, ‘জাস্ট স্লিপ’। সঙ্গে লেখা, ‘প্রিয় শো-কে ফেলে প্রতি রাতে ন’ঘণ্টার মতো ঘুমোতে পারবেন? তাহলে আপনিই সেই যোগ্য প্রার্থী, যাকে আমরা খুঁজছি।’ সঙ্গে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের যোগ্যতা হিসাবে বলা হয়েছে, বিছানায় শোওয়ার পর ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে।
এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সার্স্ট আপ সংস্থা নিজেদের ইন্টার্নদের ঘুমনোর শয্যা লক্ষ্য করবে। প্রত্যেক ইন্টার্নকে দেওয়া হবে স্লিপ ট্রাকার মনিটর। ওই সংস্থার গদিতে ঘুমানোর আগে ও পরে তাঁদের ঘুমের কী পার্থক্য হচ্ছে তাই পর্যবেক্ষণ করবে ওই সংস্থা।