কলকাতা বিভাগে ফিরে যান

হাওড়া ব্রিজে এবার লাইট অ্যান্ড মিউজিক শো

January 3, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ ইউটিউব

শতবর্ষপ্রাচীন হাওড়া ব্রিজকে আলোকসজ্জায় আজ আরও মোহময়ী করে তোলা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কলকাতা তথা বাংলার আইকনিক স্থাপত্য হাওড়া ব্রিজে ‘লাইট অ্যান্ড মিউজিক শো’ চালু হবে। এই মিউজিক সিস্টেম বসাতে খরচ হয়েছে ১৪ কোটি টাকা।

সন্ধ্যে হলেই বর্ণময় আলোকমালায় সেজে উঠবে রবীন্দ্র সেতু। ভেসে আসবে সঙ্গীতের সুর। মিউজিকের তালে তালে আলোর রং-ও পাল্টে যাবে। মিউজিকেও থাকবে বৈচিত্র। বাংলা-হিন্দি সহ বিভিন্ন ভাষায় দেশের নামিদামী শিল্পীদের গান বাজানো হবে।

অতীতেও হাওড়া ব্রিজে এলইডি আলো লাগানো হলেও সেটা ১৫ অগস্ট, ২৬ জানুয়ারি, দুর্গাপুজো কিংবা কালীপুজোর মতো বিশেষ দিনে জ্বালানো হত। বছরের বেশির ভাগ সময় তা বন্ধ করা থাকে। কিন্তু এখন থেকে রোজই হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড মিউজিক শো চাক্ষুষ করতে পারবেন দর্শকরা।

গঙ্গাবক্ষ থেকে খুব ভালো ভাবে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড মিউজিক শো উপভোগ করা যাবে। মিলেনিয়াম পার্ক এবং বাবুঘাট থেকেও তা দেখতে পাওয়া যাবে। দেশ-বিদেশের যে পর্যটকরা লঞ্চে গঙ্গাবক্ষে ভ্রমণ করেন, তাঁরা আরও স্পষ্ট ভাবে হাওড়া ব্রিজে নতুন আলোর বাহার দেখতে পাবেন।

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিন হাওড়া ব্রিজে দেখা যাবে তেরঙা আলোর বাহার। আবার বিশ্ব পরিবেশ দিবস, এইডস দিবস, ডায়াবেটিস দিবস, শিশু দিবস, শিক্ষক দিবসের মতো বিশেষ দিনে এক-এক রকমের আলোর প্রদর্শনী দেখতে পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Light and Music Show, #Kolkata, #Howrah Bridge

আরো দেখুন