← জীবনশৈলী বিভাগে ফিরে যান
শীতের টিপ্স – দাড়ির যত্ন নিন
অনেক পুরুষই দাড়ি রাখতে ভালোবাসেন। দাড়ি-গোঁফকে গর্বের বিষয়ও মনে করেন অনেকে। তাই হয়তো ‘দ্রুত কীভাবে দাড়ি বড় করা যায়’ এটি গুগল সার্চের জনপ্রিয় বিষয়।
আবার এমন অনেক যুবক আছেন, যাদের দাড়ি-গোঁফ তেমন ভাবে গজায় না, কিন্তু তাদের দাড়ি চাই। কারণ, এটাই এখন হট ফ্যাশন! রণবীর সিং থেকে বিরাট কোহলি— সকলেই রাখছেন মুখভর্তি দাড়ি। আর দেখাদেখি এঁদের ভক্তকূলও দাড়ি রাখতে ব্যাকুল!
শীতকালের সোয়েটার-জ্যাকেটের সঙ্গে দাড়ি একটা আলাদা লুক এনে দেয়। কিন্তু শীতকালে দাড়ির যত্ন নেওয়ার ঝক্কি রয়েছে। শীতেও দাড়ির চমক বজায় রাখবেন, দেখে নিন।
- যতই ঠান্ডা পড়ুক, গরম জলে মুখ ধুলে দাড়ি ক্ষতিগ্রস্ত হবে। গরম জল আপনার ত্বক রুক্ষ করে দেবে, দেখা দিতে পারে চুলকানিও। তাই গরম জলে মুখ ধোয়া থেকে বিরত থাকুন।
- শীত পড়লেও সপ্তাহে অন্তত দু-বার দাড়ি ভালো করে ধোবেন। শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে কন্ডিশনার লাগিয়ে নিন। এর ফলে দাড়ি রুক্ষ হবে না।
- দাড়ি পরিচ্ছন্ন রাখতে ভালো করে আঁচড়ানো জরুরি। দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। এতে তেল সর্বত্র ছড়িয়ে পড়বে।
- স্নান করে বেরিয়ে বেয়ার্ড ক্রিম লাগিয়ে নিন। এর ফলে দাড়ি নরম ও উজ্জ্বল থাকবে।
(তথ্যসূত্র: এই সময়)