← বিবিধ বিভাগে ফিরে যান
বাঙালী বিজ্ঞানীর নামে তারা
ভারতের প্রথম দিকের নারী বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে একটি তারার নামকরণ করল আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়ন। এইচ ডি ৮৬০৮১ তালিকাভুক্ত হলদেটে সাদা তারাটি যা সৌরজগৎ থেকে আনুমানিক ৩৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং সূর্যের থেকেও বেশী গরম, সেটির নাম কড়া হয়েছে বিভা চৌধুরীর নামে।
প্রসঙ্গত, এই তারার বাইরের অবস্থাকে সানতমসা বলা হয়। এটি একটি সংস্কৃত শব্দ যার মানে মেঘাচ্ছন্ন। এর মাধ্যমে তারাটির আবহাওয়া অনুমান করা যায়।
বিভা চৌধুরী একটি নতুন অতিপারমাণবিক কণিকা আবিষ্কার করেন। তাঁর উপদেষ্টা ডি এম বসুর সঙ্গে দার্জিলিঙে পরীক্ষা করে নেচার জার্নালে তাঁদের গবেষণা প্রকাশ করেন কিন্তু যথাযথ মর্যাদা পাননি।