কলকাতা বিভাগে ফিরে যান

সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকার কলকাতার বাড়িকে হেরিটেজ তকমা দেওয়া হবে

January 7, 2020 | < 1 min read

ছবিঃ সংগৃহীত

স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার ভূপেন হাজারিকার টালিগঞ্জের গলফ ক্লাব রোডের বাড়িটিকে কলকাতা পুরসভার হেরিটেজ বিল্ডিঙের তালিকাভুক্ত করা হবে।

সম্প্রতি পুরসভার এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। ভূপেন হাজারিকা জীবনের অনেকগুলি বছর এই তিন্তলার বাড়িটিতে কাটিয়েছেন। এছাড়া তিনি ১৯৫২ সালে যখন প্রথম কলকাতা আসেন, তখন থেকেই এই বাড়িটি হয়ে ওঠে তাঁর কলকাতার ঠিকানা।

তিনি তাঁর কেরিয়ার শুরু করেন কলকাতা থেকেই এবং সেই সূত্রে এই বাড়িটি হয়ে ওঠে ভারতীয় সঙ্গীতজ্ঞদের এক অন্যতম আলোচনাস্থল।

TwitterFacebookWhatsAppEmailShare

#ভূপেন হাজারিকা, #সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা, #ভূপেন হাজারিকার কলকাতার বাড়ি, #হেরিটেজ তকমা

আরো দেখুন