← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
বিশ্বাসের সাগর, বাংলার গঙ্গাসাগর
প্রতি বছরের মত এবছরেও সাড়ম্বরে পালিত হবে গঙ্গাসাগর মেলা। আশা করা হচ্ছে এবারের পুন্যার্থী সমাগম আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। তারই প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন।
গঙ্গাসাগর যাওয়ার পথ নির্দেশিকাঃ-
কলকাতা ৯৪ কি.মি. লট ৮ ভেসেল/বার্জ কচুবেড়িয়া ৩০ কি.মি. গঙ্গাসাগর
কলকাতা ১০৯ কি.মি. নামখানা লঞ্চ চেমাগুড়ি ৯ কি.মি, গঙ্গাসাগর
কলকাতা (শিয়ালদহ রেল স্টেশন) রেল কাকহীপ অথবা নামখানা থেকে গঙ্গাসাগর
সূচনা:
জাহাজ চলাচলে অসুবিধা বা জোয়ার ভাঁটা বা কুয়াশার কারণে এবং পুন্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাসগুলিকে নির্দিষ্ট পার্কিং স্থানে কিছুক্ষণের জন্য দাঁড় করাতে হবে। এই কাজে অনুগ্রহ করে পুলিশের সঙ্গে সহঘোগিভা করুন।
করণীয়
- উপস্থিত পুলিশ কর্মচার়ী এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন এবং এঁদের সঙ্গে সহযোগিতা করুন
- বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এঁদের সঙ্গে পরিচয় পত্র রাখলে ভাল হয়, এতে এঁদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে না
- গঙ্গাসাগরে স্নানের পূর্বে নিজের জামাকাপড় ও অন্যান্য জিনিস ক্লোক রুমে রাখুন
- দল বেঁধে যে সকল তীর্থযাত্রীরা আসেন, তাঁদের দলের শিশু ও বয়স্ক মানুষদের সর্বদা নিজেদের সঙ্গে রাখুন নতুবা ভিড়ের মধ্যে এঁদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কেউ নিখোঁজ হয়ে যান, তাহলে নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্রে নিখোঁজ হওয়ার খবর জানান
- এই যাত্রাপথে যাত্রীদের সড়ক অথবা রেল এবং জলপথে যাত্রা করতে হয়। সুতরাং সহযাত্রীর সঙ্গে সর্বদা সতর্ক থাকবেন। কোনও অবস্থাতে আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। এতে প্রচুর ভিড়ের মধ্যে ছোটাছুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা খাকে। সর্বদা প্রয়োজনমতো উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন
- বৃষ্টিপাতের কারণে যাত্রীদের বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হতে পারে। দয়া করে ‘ধৈর্য ধরে উপস্থিত প্রশাসনিক কর্মীদের সহযোগিতা করুন
করণীয় নয়
- তীর্থ যাত্রার সময় দুর্ঘটনা এড়াতে দয়া করে তাড়াহুড়ো করবেন না। লঞ্চে ওঠা নামার সময় তাড়াহুড়ো বা দৌড়োদৌড়ি করবেন না। আপনার সামান্য ভুলে বহু লোকের প্রান সংশয় হতে পারে।
- ব্যারিকেড অথবা ড্রপ গেটগুলি বাঁশ ও কাঠের তৈরী, এগুলিতে চাপ দেওয়া বা টপকানোর চেষ্টা করবেন না। এগুলি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।
- মেলার মধ্যে দয়া করে আগুন জ্বালাবেন না। এতে বড় ধরনের অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।
- কোনও অজানা লোকের কাছে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখবেন না। এতে আপনার জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
- কোনও অজানা লোকের দেওয়া খাদ্য অথবা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে।
- সমুদ্রে স্নানের সময় বেশী গভীরে যাবেন না, এতে প্রান সংশয় হতে পারে।
- কোনও অজানা অথবা পরিত্যক্ত বস্তু ছুঁয়ে দেখবেন না। এরকম কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।