কলকাতা বিভাগে ফিরে যান

অকারণে হর্ন বাজিয়ে গ্রেফতার লক্ষাধিক চালক

January 9, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Getty Images

গাড়ির স্টিয়ারিং বা বাইক যাই হোক ন কেন, হাতে পেলেই হর্ন বাজানোটা হয়তো মানুষের সহজাত গুণ। হর্ন বাজানো নিয়ে গোলমালের ঘটনা নতুন নয়। হর্ন বাজানোয় গাড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে বাইকও। মধ্যরাতে প্রচণ্ড জোরে হর্ন বাজিয়ে যায় বাইক আরোহীরাও, তাই হর্নের তাণ্ডব কমাতে পুলিশ এখন আরও বেশী তৎপর। 

শব্দ দূষণের পাশাপাশি শহরের বেশ কয়েকটি পথ দুর্ঘটনার কারণ যে হঠাৎ হর্ন বেজে ওঠা, এমন তথ্যও এসেছে পুলিশের কাছে। শুধু অকারণে হর্ন বাজানোর অভিযোগে গত বছর ১ লক্ষ ৪০০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ৩৫ হাজার ১১৯ জন। 

এক বছরের মধ্যেই অকারণে হর্ন বাজানোর অভিযোগে তিন গুণ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এর মধ্যে গাড়ি চালকের সংখ্যা বেশী থাকলেও রয়েছেন বাইক চালকরাও।

হর্ন বাজানো বন্ধ করতে পদক্ষেপঃ

  • বেশ কয়েকটি ব্র্যান্ডের বাইক রয়েছে যেগুলো হর্ন সমস্যার সৃষ্টি করে আবার অনেকেই নিজের বাইকে বিশেষ হর্ন লাগায়। চলন্ত অবস্থায় সেই হর্ন বাজাতে বাজতেই চালানো হয় বাইক। যে অঞ্চল দিয়ে বাইক যায় সেই এলাকার বাসিন্দা ও পথচারীরা বিরক্ত হন। 
  • অনেক সময় দেখা যায়, যানজট হলে বা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকলেও হর্ন বাজিয়ে চলেছেন গাড়ির চালকরা। এই বিষয়গুলির ওপরও নজর রাখা শুরু হয়েছে।
  • গত বছর থেকেই শহরের স্কুল, কলেজ বা হাসপাতালগুলির সামনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে গাড়ি ও বাইক আরোহীর বিরুদ্ধে
  • মূলত এই কারণেই গত বছর নো-হংকিং ডে-র ওপর বেশী গুরুত্ব দেওয়া হয়েছে
  • অকারণে হর্ন বাজানো বন্ধ করতে গাড়ির পিছনের কাচে লাগানো হয়েছে স্টিকার
  • এবছরও হর্নের বিষয়ে শহরবাসীকে সচেতন করে তুলতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে
TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Traffic

আরো দেখুন