কলকাতা বিভাগে ফিরে যান

উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরতে প্রতিটি বরোয় পাঁচ মিনিটের ভিডিও ক্লিপিংস

January 10, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ wikimedia

সামনে কলকাতা পুরসভার নির্বাচন। সেই বিষয়টিকে মাথায় রেখে গোটা কলকাতায় ওয়ার্ডভিত্তিক কী কী কাজ হয়েছে, তা সেই ওয়ার্ডের মানুষের জানা প্রয়োজন বলেই মনে করেন পুর প্রশাসনের কর্তারা। 

তাই লোকসভা নির্বাচনের মতোই কলকাতা পুর নির্বাচনের মুখে ১৪৪টি ওয়ার্ডের জন্য পৃথক পৃথক পুস্তক তৈরি করা হয়েছে। সেগুলি দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কলকাতা পুরবোর্ডের সাফল্যের কাজ প্রচার করা হবে। এছাড়াও শহরকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। 

পূর্ব, দক্ষিণ, মধ্য, উত্তর এবং যাদবপুর-টালিগঞ্জ, এই পাঁচটি জোনে ভাগ করে পাঁচটি কমিটিও তৈরি করা হয়েছে। এই কমিটিগুলির অধীনে থাকবে ১৬টি বরো। 

এক পুরকর্তা বলেন, এক একটি বরোর জন্য পাঁচ মিনিটের ভিডিও ক্লিপিংস বরাদ্দ করা হয়েছে। সেই বরোর ওয়ার্ডগুলির উন্নয়নমূলক কাজ ওই পাঁচ মিনিটের ভিডিওতে দেখানো হবে। মানুষের কাছে উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে বলে ওই পুরকর্তা জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation

আরো দেখুন