রাজ্য বিভাগে ফিরে যান

জেএনইউ কাণ্ডে গর্জে উঠল বাংলার সুশীল সমাজের কলম

January 12, 2020 | < 1 min read

”যে তোমাকে শিখিয়েছে দখলের কথা,

জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা’- (শ্রীজাত)

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর এবিভিপির অত্যাচারের প্রতিবাদে মিছিল মিটিং চলছেই। সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের ব্যক্তিত্বরা সাহস করে মুখ খুলেছেন অনেকেই। যে কোনও প্রতিবাদেই অন্যতম হাতিয়ার কলম। 

https://www.facebook.com/srijato.speaks.3/posts/2642470272690957

যে প্রতিবাদের আঁচ ধিক ধিক করে জ্বলছিল শ্রীজাত, সম্রাজ্ঞী, সৌকর্যদের লেখা তাতে ঘি ঢালল। ফয়েজ আহমেদ ফয়েজের একটি কবিতার অনুবাদ করে শ্রীজাত লিখলেন, বলো, এ সময় সামান্য, তবু ঢের। ‘জিভ কাটা যাক, শরীরও পুড়তে রাজি’।

https://www.facebook.com/soukarya.ghosal/posts/3366369576737406

সৌকর্য আরও একবার মনে করালেন ইতিহাসকে। মনে করালেন এই বাংলার ভক্তি আন্দোলনের কথাও। ‘তোমরা যখন “জয়শ্রীরাম” বলাও শিক্ষা বলে “চৈতন্য হোক”’। সম্রাজ্ঞীর প্রতিবাদেও উঠে এল সেই একই সুর- 

‘শিক্ষা পাল্টা মারতেও পারে জেনো

কিন্তু সে মার অন্যরকম সেনার

সেখানে বারুদ গুলি নেই কোনো বোমা।’

https://www.facebook.com/samragnee.banerjee.1/posts/10158152777742160

বুদ্ধায়ন ধরল গান। কেউ আঁকল পোস্টার। আমাদের দেশে সত্যিরা, স্বপ্নরা আজও বেঁচে থাকে। ধর্ম, প্রাতিষ্ঠানিকতাকে এ দেশ ভয় পায় না। এ দেশের বুকে আবারও নেমে আসবে আঠারোরা। বাংলার গান, বাংলার লেখাকে সম্বল করেই বাংলা দেখবে নতুন স্বপ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Samragnee, #JNU, #Protest, #Poetry, #Srijato, #Soukarya

আরো দেখুন