রাজ্য বিভাগে ফিরে যান

কাগজ আমরা দেখাবো না – ভাইরাল বাঙালি বুদ্ধিজীবীদের ভিডিও

January 13, 2020 | < 1 min read

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে একটি কবিতা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলার স্বনামধন্য বুদ্ধিজীবী-অভিনেতা-কলাকুশলীরা।

বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বিশিষ্ট কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার বরুণ গ্রোভার একটি হিন্দি কবিতা লিখেছেন “হাম কাগজ না দেখায়ঙ্গে” (কাগজ আমরা দেখাব না)। গত ২১শে ডিসেম্বর তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে কবিতাটি আবৃত্তি করে একটি ভিডিও আপলোড করেছেন।

এরপরই নানা ভাষায় অনূদিত হয় এই কবিতাটি। এবার প্রকাশ্যে আসলো এর বাংলা সংস্করণ। ভিডিওতে দেখা যায় সব্যসাচী চক্রবর্তী, মনোরঞ্জন ব্যাপারী, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা মৌ, কঙ্কনা সেন শর্মা, নন্দনা সেন, আয়ুষ্মান মিত্র, স্নেহা ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, মধুজা মুখোপাধ্যায়, তিলোত্তমা শোম, রূপম ইসলাম, সুমন মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়।

দেখুন ভিডিওটি:

TwitterFacebookWhatsAppEmailShare

#নাগরিকত্ব আইন, #বুদ্ধিজীবী, #অভিনেতা, #কলাকুশলী, #প্রতিবাদ

আরো দেখুন