‘খুবই দুঃখজনক’, বেলুড়ে মোদীর রাজনৈতিক বক্তৃতায় অসন্তুষ্ট রামকৃষ্ণ মিশন
বেলুড় মঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাষণ নিয়ে এ বার মুখ খুললেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। এমন বক্তৃতায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, এই দৃষ্টান্ত খুবই দুঃখজনক।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেলুড় মঠের অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতাদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বেলুড়ের মতো প্রতিষ্ঠানে তাঁর রাজনৈতিক ভাষণের নিন্দায় সরব হয় সব পক্ষ। একযোগে সমালোচনা করে তৃণমল, কংগ্রেস ও বামেরা। সেই ঘটনায় এ বার সরব হয়েছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। প্রতিষ্ঠানের সদস্য গৌতম রায় এ ব্যাপারে তাঁর অসন্তোষ প্রকাশ করে ‘দ্য হিন্দু’-কে বলেছেন, ‘অরাজনৈতিক প্রতিষ্ঠান RKM-এর মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিতর্কিত রাজনৈতিক বার্তা দেওয়াটা খুবই দুঃখের।’
তিনি আরও বলছেন, ‘দুটি বিষয় স্পষ্ট করতে চাই। রামকৃষ্ণ মিশনে পরিশোধনের সবিস্তার ও আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। মিস্টার মোদী আনিষ্ঠানিকভাবে তা করাননি। আর দ্বিতীয় কথা হল, এখানে এসে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করার কোনও অনুমতি তাঁর নেই। আমার পর্যবেক্ষণ বলছে, গত কয়েক বছর ধরে RSS-এর সঙ্গে সংযুক্ত শীর্ষ ধর্মগুরুদের এখানে এনে RKM-কে গভীরভাবে রাজনীতিকরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানের এই ট্রেন্ডেরই অংশ মিস্টার মোদীর এই সফর।’
বেলুড়ে প্রধানমন্ত্রীর ভাষণের পর সাংবাদিক সম্মেলন করে বিষয়টি এড়িয়ে যায় বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ‘CAA প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কোনও মন্তব্য করবে না প্রতিষ্ঠান। আমরা কঠোরভাবে অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা বাড়িঘর ছেড়ে জাগতিক বিষয়ে সাড়া দিতে এখানে এসেছি। ক্ষণস্থায়ী ডাকে আমরা সাড়া দিই না।’