জেএনইউ-এর মতোই হামলা এবার বিশ্বভারতীর হস্টেলে, ফের অভিযুক্ত এবিভিপি
রাতের অন্ধকারে ক্যাম্পাসে ঢুকে ফের পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল এবিভিপি-র বিরুদ্ধে। তবে ঘটনাস্থল এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) নয়, বাংলার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বুধবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিয়ো। অভিযোগ, ছেলেদের হস্টেলে ঢুকে বেধড়ক মারধর করেছে গেরুয়া শিবিরের সংগঠন। হামলায় কমপক্ষে দু’জন আহত বলে খবর।
আহত দুই ছাত্রের নাম স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান। রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ফেসবুক পোস্টে হাসপাতালে ভর্তি স্বপ্ননীলের অভিযোগ, বুধবারই প্রথমে ‘বচসা ও ধস্তাধস্তি’ হয়েছিল। পরে সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে ‘হামলা’ চালানো হয়। উইকেট, কাঠের তক্তা দিয়ে হামলা চালানো হয় বলে ভিডিয়োয় জানিয়েছে ওই পড়ুয়া।
পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির সঙ্গেই বাইক চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। যদিও এবিভিপির তরফে এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি। এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করেছে তৃণমূল।