স্বাস্থ্য বিভাগে ফিরে যান

পিজি-তে রোবটিক সার্জারি

January 16, 2020 | 2 min read

ছবি সৌজন্যেঃ এই সময়

রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএমে রোবটের সাহায্যে অস্ত্রোপচার হবে। রাজ্যের সেরা সরকারি হাসপাতালে চালু হতে চলেছে। প্রায় পঞ্চাশ কোটি টাকার এই প্রকল্পে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিডব্লিউডি শুরু করেছে রোবটিক কমপ্লেক্স তৈরীর কাজ। সব ঠিক থাকলে মাস তিনেকের মধ্যে চালু হয়ে যাবে সরকারি পরিকাঠামোয় পূর্ব ভারতের প্রথম রোবটিক সার্জারি সিস্টেম।

জটিল অস্ত্রোপচার অনেক সহজে এবং নিখুঁত ভাবে করতে পারে রোবট। রোবটিক সার্জারিতে ছুরি-কাঁচির বদলে কনসোলে বসে বোতাম টিপেই অস্ত্রোপচার করতে পারেন চিকিৎসক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলা রোবটিক হাত ডাক্তারের নির্দেশ মেনে পৌঁছে যায় শরীরের এমন অংশে যেখানে চিকিৎসকের হাত দূর স্থান, এন্ডোস্কোপিক মেশিনও পৌঁছতে পারে না। রাজ্যের দু’টি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই রয়েছে রোবটিক সার্জারি ব্যবস্থা।

২০১৯ সালের মাঝামাঝি ইউরোলজি, সার্জারি এবং গাইনি বিভাগের যৌথ কমিটি রোবটিক সার্জারি চালুর প্রস্তাব রাখে। ২০১৯-এর মাঝামাঝি পৃথিবীর একমাত্র রোবটিক সার্জারি সিস্টেম প্রস্তুতকারী সংস্থা ইনটুইটিভ এসএসকেএমে এসে রোবটের ডিমনস্ট্রেশন দিয়ে যায়। তার পরেই মুখ্যমন্ত্রীর সম্মতিতে সিদ্ধান্ত হয়, মাল্টি ডিসিপ্লিনারি রোবটিক সার্জারি কমপ্লেক্স তৈরী হবে পিজিতে। 

হাসপাতালের সার্জারির শিক্ষক চিকিৎসক এবং রোবটিক সার্জারি দলের অন্যতম সদস্য দীপ্তেন্দ্র সরকার বলেন, ‘এটি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ। একজন প্রশিক্ষিত চিকিৎসক রোবটিক সার্জারির মাধ্যমে অনেক জটিল অস্ত্রোপচার অনেক নিখুঁত ভাবে করতে পারবেন। এমনকী চিকিৎসকের হাতে কাঁপুনি হলেও সেটা নিজে থেকে কারেক্ট করে নেবে।’

হাসপাতালের নব্যগঠিত ওপিডি বিল্ডিংয়ের পাঁচ তলা রোবটিক সার্জারি কমপ্লেক্স তৈরীর জন্য চিহ্নিত হয়েছে। সরকারি পরিকাঠামোয় পিজিআই চণ্ডীগড়ে এই প্রযুক্তি রয়েছে। সেখানে গিয়ে অপারেশন থিয়েটার তৈরির খুঁটিনাটি দেখে এসেছেন পিডব্লিউডি-র ইঞ্জিনিয়াররা। রোবটিক সিস্টেম প্রস্তুতকারী সংস্থা থেকেও এসএসকেএমে এসে যন্ত্র বসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত নির্দেশ এসেছে। প্রাথমিক ভাবে ইউরোলজি, জেনারেল সার্জারিএবং গাইনি বিভাগের শল্য চিকিৎসকেরা ব্যবহার করবেন এই রোবটিক সিস্টেম।

প্রশিক্ষণ প্রসঙ্গে এসএসকেএমের এক শিক্ষক-চিকিৎসক বলেন, ‘তিনটি বিভাগে ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসক ট্রেনিং নিয়েছেন। সিস্টেম ইনস্টল করার সময় সংস্থার তরফেও প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর অন্তত দু’-তিন মাস প্রশিক্ষিত কোনও চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হবে।’ সূত্রের খবর, বেঙ্গালুরু এবং ইউকে’র দুই রোবটিক সার্জারি বিশেষজ্ঞের নাম প্রস্তাব করা হয়েছে পিজির ডাক্তারবাবুদের প্রশিক্ষণের জন্য। পিজির উদ্যোগ প্রসঙ্গে অ্যাপোলো গ্লেনেগ্যালসের শল্য চিকিৎসক দেবাশিস রায় বলেন, ‘সরকারি পরিকাঠামোয় যদি রোবটিক সার্জারি শুরু হয়, তা হলে অনেক রোগীই উপকৃত হবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#রোবটিক সার্জারি, #অস্ত্রোপচার, #এসএসকেএম, #পিজি

আরো দেখুন