স্বাস্থ্য বিভাগে ফিরে যান

২০১৯ সালে চিকিত্‍সা পরিষেবায় শীর্ষে এসএসকেএম

January 16, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ The Statesman

অসুস্থ হলে কলকাতা শহরের সরকারি হাসপাতালগুলির মধ্যে সর্বপ্রথম  এসএসকেএমের কথাই সকলের মনে পড়ে। আর সত্যিই তাই স্বাস্থ্যভবনের রিপোর্টেও শীর্ষে এসএসকেএম। 

২০১৯ সালে রাজ্যের কোন মেডিক্যাল কলেজ, কোন হাসপাতাল কত সংখ্যক রোগীকে আউটডোর পরিষেবা দিয়েছে, কতজন ভর্তি, তার পরিসংখ্যান জমা পড়েছে স্বাস্থ্যভবনে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে এসএসকেএম। এসএসকেএম শীর্ষেই শুধু নয়, অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে। 

এসএসকেএম হাসপাতালে রেকর্ড রোগীর ভিড়। গত ১ বছরে এসএসকেএম হাসপাতালে চিকিত্‍সা পরিষেবা পেয়েছেন ৩০ লক্ষ মানুষ। জটিল অস্ত্রোপচারে বাঁচল পা, শ্বাসনালিতে লোহার বল, বাঁচাল পিজি, সূচ বার করতে অস্ত্রোপচার, ছ’ইঞ্চি পেট কেটে বের হল সাতটি সূচ- সম্বত্সর সংবাদমাধ্যমে একের পর এক শিরোনাম। 

রাজ্যের সরকারি চিকিত্‍সা পরিষেবার ক্ষেত্রে এসএসকেএম-ই যেন শেষ ঠিকানা। এমনই চমকে দেওয়া তথ্য জমা পড়েছে স্বাস্থ্যভবনে। 

  • ২০১৭-র তুলনায়  ২০ শতাংশ রোগী বেশি এসেছেন ২০১৮ সালে
  • ২০১৮র তুলনায় ২০১৯ সালে রোগী আসার পরিমাণ বেড়েছে ২২ শতাংশ
  • ২০১৮ সালে জরুরি বিভাগে রোগী এসেছেন ২ লক্ষ ৩৪ হাজার ২০০ জন
  • আউটডোরে  রোগী এসেছেন ২২ লক্ষ ৩৪ হাজার ২৭৩ জন
  • হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৪০১ জন

২০১৯ এর রিপোর্ট অনুযায়ীঃ 

  • আউটডোরে রোগী এসেছেন  ২৭ লক্ষ ২ হাজার ৮৩ জন
  • জরুরি বিভাগে এসেছেন ২ লক্ষ ৫২ হাজার ১৪ জন
  • হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৭৯ জন
TwitterFacebookWhatsAppEmailShare

#এসএসকেএম, #চিকিত্‍সা পরিষেবা

আরো দেখুন