কলকাতা বিভাগে ফিরে যান

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নাট্যকর্মীরা

January 17, 2020 | 2 min read

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার পথে নামলেন নাট্যকর্মীরা। আজ রাসবিহারি মুক্তাঙ্গন থেকে একাডেমী পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন নাট্য ব্যক্তিত্বরা। ছাত্র আন্দোলনের স্বপক্ষে তাদের এই সম্মিলিত সৌভাতৃত্বযাত্রা।

মিছিলে উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, বিভাস চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, মেঘনাদ ভট্টাচার্য, নীল মুখার্জি, শুভাশিস মুখার্জি, দুলাল লাহিড়ী সহ অন্যান্যরা। তাদের সকলের একটাই কথা – দেশের বর্তমান পরিস্থিতিতে সকলে একত্রিত না হলে প্রতিবাদ করা সম্ভন নয়।

এক নজরে দেখে নিন কে কি বললেন:

বিভাস চক্রবর্তী – ছাত্রদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা আর সহ্য করা যাচ্ছে না, আমরা কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে থিয়েটার করি না। দিলীপ ঘোষ মূর্খ।

পরাণ বন্দ্যোপাধ্যায় – মানুষের ঘুম ভাঙাতে এসেছি, আজ ভারত বিপন্ন, তাই মানুষ আজ জাগছে

সুজন মুখোপাধ্যায় – দিলীপের বোধ নেই, এই মিছিল খুব জরুরী

নীল মুখার্জি – যে বিল বা বিধি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা তা মানছি না, জোর-জুলুমের জায়গাটা এমন জায়গায় চলে গেছে রাস্তায় না নামলে মানুষকে আর ধাক্কা দেওয়া যাচ্ছে না। ছাত্ররাও আন্দোলন করছে, সারা দেশ জুড়ে সর্বস্তরের মানুষ প্রতিবাদে নেমেছে, তাদের সমর্থনেই এই মিছিল। অস্তিত্বের এই সংকটে আমরা মিছিলে নেমেছি

পল্লব কীর্তনিয়া – আমার ভয় করছে। আমাদের দেশ বোধ হয় জার্মানি হয়ে যাবে। পথে নামতেই হবে

দেবদূত ঘোষ – রাষ্ট্রীয় চোখ রাঙানি আমরা আর সহ্য করব না, দলীয় পতাকা ছাড়া আজ জাতীয় পতাকার তলায় সাধারণ মানুষ একত্রিত হয়েছে। দেশের অবস্থা, অর্থনৈতিক দৈন থেকে মানুষের চোখ ঘোরাতে আজ এই আইন আনা হয়েছে, আমরা কোন দলের নুন খাইনি

শান্তিলাল মুখোপাধ্যায় – প্রতিবাদ না করে উপায় নেই, সংবিধান আমাদের যা যা অধিকার দিয়েছে এখন তা সবকিছু খর্ব করার চেষ্টা চলছে। আমাদের শিক্ষা এটাই অন্যায় হলে প্রতিবাদ করতে হয়. শিক্ষার অভাবেই গালাগালি দিচ্ছে ওরা 

পৌলমী চট্টোপাধ্যায় – আমাদের সকলের মনে হয়েছে রাস্তায় নামা দরকার হয়ে পরেছে। যেভাবে বিশ্ববন্দিত বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর এরা হামলা করল, তা অত্যন্ত অন্যায়। কারণ ওরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। তাদের জন্য আজ মারা রাস্তায় নেমেছি, যাতে শাসকের কাছে এই প্রতিবাদ পৌঁছায়   

দামিনী বসু – আমাদের দেশে এখন যে ফ্যাসিস্ট শাসন চলছে আমরা তা দেখে বড় হইনি, আমরা সেক্যুলার ডেমোক্রেসিতে বড় হয়েছি। সেক্যুলারিজম আর ডেমোক্রেসি দুইই আজ বিপন্ন। আজ যদি আমার ডেমোক্রেসি কম্প্রোমাইজ হয়ে যায় আগামীকাল নিজের ছেলেমেয়েদের মুখ দেখাতে পারবো না

TwitterFacebookWhatsAppEmailShare

#নাট্যকর্মী, #প্রতিবাদ, #সংশোধিত নাগরিকত্ব আইন

আরো দেখুন