বিনোদন বিভাগে ফিরে যান

ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন

January 19, 2020 | < 1 min read

ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন। ছবি সৌজন্যে: anandabazar

‘বয়স শুধু সংখ্যামাত্র ‘ –সেই কথাটিকেই যেন বাস্তব রূপ দিলেন অভিনেতা দীপঙ্কর দে। দীর্ঘদিনের পার্টনার অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পাত্র ৭৫, পাত্রী ৪৯….তাতে কী ? ভালবাসার কাছে বয়স যে তুচ্ছ — তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ 

হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে কি হবে, বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা। ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস ৷

বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে এক হল চার হাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dolan Roy, #Celebrity Gossip, #Dipankar De

আরো দেখুন