নেটফ্লিক্সে ভারতীয় কনটেন্টের দাপট
গত ১৬ই জানুয়ারি নেটফ্লিক্সের পক্ষ থেকে চারটি হিন্দি ছবির ঘোষণা করা হল। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও কর্ণ জোহরের চারটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
অনুরাগের ছবির নাম ‘চোকড’। আছেন সায়ামি খের, রোহন ম্যাথিউ। বিক্রমাদিত্যের ছবিটির নাম ‘একে ভার্সাস একে’, যেখানে অভিনেতা হিসেবে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। সঙ্গে অনিল কপূর।
দিবাকরের ‘ফ্রিডম’-এ থাকবেন নাসিরুদ্দিন শাহ, কল্কি কেঁকলা, মনীষা কৈরালা, দিব্যা দত্ত, হুমা কুরেশি, নীরজ কবি প্রমুখ।
কর্ণ জোহরের ছবিটি চারটি ছোট ছবির সঙ্কলন। যেখানে দেখা যাবে শেফালি শাহ, মানব কল, ফতিমা সানা শেখ, নুসরত ভারুচা এবং জয়দীপ আহলওয়াত।
এই চার পরিচালকের মধ্যে তিন জনই আগে নেটফ্লিক্সে কাজ করেছেন। নতুন বলতে বিক্রমাদিত্য।
এর আগে অনুরাগ কাশ্যপ, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও কর্ণ জোহর নেটফ্লিক্সে লাস্ট স্টোরিজ এবং ঘোস্ট স্টোরিজ নামে দুটি ছবির সঙ্কলন বানিয়েছেন। এছাড়াও, সেক্রেড গেম্স, লায়লা এবং বার্ড অফ ব্লাড নামক সিরিজগুলি খুব জনপ্রিয় হয়েছে।