ফ্যাসিজমের বিরূদ্ধে প্রতিরোধের কথা বলবে পিপল্স ফিল্ম ফেস্টিভ্যাল
শুরু হতে চলেছে সপ্তম কলকাতা পিপল্স ফিল্ম ফেস্টিভ্যাল (কেপিএফএফ)। আগামী ২৩-২৬ শে জানুয়ারি কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হবে জনপ্রিয় এই চলচ্চিত্র উৎসব। পিপল্স ফিল্ম কালেক্টিভ প্রতিবছর এই উৎসবের আয়োজন করে।
১৫ই জানুয়ারি থেকে শুরু হয়েছে পাস বিতরণ। উত্তম মঞ্চেই পাওয়া যাচ্ছে এই পাস। উৎসবের দিনগুলিতেও পাওয়া যাবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও বিনামূল্যে পাস দেওয়া হচ্ছে, কেউ সদিচ্ছায় যদি অনুদান দিতে চান, তাও দিতে পারেন।
মোট ৩৪ টি সিনেমা দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। ভারত এবং দক্ষিণ এশিয়ার অসংখ্য গল্প নিয়ে তৈরি এই ছবিগুলিতে উঠে আসবে বর্তমান সময়ের কথা। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ, জলবায়ু সংকট, বর্ণ, ধর্ম ও লিঙ্গের ভিত্তিতে নিপীড়ন এবং শিক্ষাক্ষেত্রে পুঁজিবাদ সহ নানা বিষয় উঠে আসবে সিনেমাগুলোতে।
পিপল্স ফিল্ম কালেক্টিভ বা পিএফসি বাংলার একটি স্বতন্ত্র, স্বায়ত্তশাসিত, সাংস্কৃতিক-রাজনৈতিক গোষ্ঠী। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি চলচ্চিত্রের মাধ্যমে নিপীড়িতদের কথা মানুষের তুলে ধরতে এবং একটি বিকল্প মিডিয়া তৈরি করার কাজে নিমজ্জিত।