প্রতিষ্ঠাতৃ দিবসে প্রতিরোধে প্রত্যয়ী প্রেসিডেন্সি
ধর্মীয় ভিত্তিতে বিভাজন করতেই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছে বিজেপি সরকার। এর আগেও সেই অভিযোগে পথে নেমেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আর সোমবার প্রেসিডেন্সির প্রতিষ্ঠাতৃ দিবসে সেই বিক্ষোভ-প্রতিবাদ বহাল রইল। এদিন জড়ো হয়েছিলেন অনেক প্রাক্তনীও। তাঁদের থেকেও সই সংগ্রহ করেন পড়ুয়ারা।
শুধু সই সংগ্রহ নয়, এদিন মিছিলও করেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। তাঁদের সঙ্গে পা মেলান প্রাক্তনীরাও। এর আগে সিএএ ইস্যুতে বিজেপি অফিস ঘেরাও করেছিল প্রেসিডেন্সির পড়ুয়ারা।
মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর থেকে প্রেসিডেন্সির ঢিলছোড়া দূরত্ব। সেদিন বিজেপি অফিসের দিকে পড়ুয়ারা এগিয়ে যেতে থাকলে তাঁদের বাধা দেয় পুলিশ। সেই থেকেই উত্তেজনাও ছড়িয়েছিল। তবে এদিন অবশ্য বিজেপি অফিসের উদ্দেশে কোনও মিছিলের আয়োজন করা হয়নি।
তবে শুধু পড়ুয়ারাই নয়, এদিন সিএএ-এর বিরোধিতায় পথে নামে আইনজীবীদের একটা অংশও। ‘নো সিএএ, নো এনআরসি’ স্লোগানে পথ হাঁটেন তাঁরা।