চুরি গেল সোনিকার কবরের ফলক, মন্তব্যে নারাজ বিক্রম
২০১৭ সালের ২৯ এপ্রিল।গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মডেল সোনিকা সিং চৌহানের। ওই ঘটনা সাড়া ফেলেছিল শুধু কলকাতায় নয়, সারা দেশে। ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গাড়ির চালক তথা সোনিকার বন্ধু অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দীর্ঘ টানাপোড়েনের পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। কিন্তু মৃত্যুর পরও বিতর্ক পিছু ছাড়ছে না সোনিকার।
সম্প্রতি লোয়ার সার্কুলার রোড গোরস্থান থেকে চুরি গেছে সোনিকার কবরের উপর রাখা পিতলের ফলক ও যিশুখ্রিস্টের ছোট মূর্তি। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ক্রিস্টিয়ান বেরিয়াল বোর্ডের সম্পাদক অসীমকুমার বিশ্বাস। পাশাপাশি গোয়েন্দা পুলিশও ঘটনার তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনিকার পরিবার তাঁর কবরের উপর প্রথমে পিতলের তিনটি প্রজাপতি বসিয়েছিলেন। পরে তাঁর জন্ম-মৃত্যুর তারিখ সমেত একটি পিতলের বোর্ড এবং যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার একটি ছোট মূর্তি বসিয়েছিলেন। সেই সবই চুরি গিয়েছে দিন চারেক আগে। পুলিশের অনুমান, স্থানীয় কোনও অসামাজিক যুবকদের কাজ হয়ে থাকতে পারে এই ঘটনা।
এই ব্যাপারে বিক্রম চট্টোপাধ্যায়কে যোগাযোগ করলে তিনি উত্তর দিতে চাননি। উনি বলেন নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয়ে উনি কথা বলতে চান না।