প্রযুক্তি বিভাগে ফিরে যান

লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট

January 25, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ 91mobiles

সম্প্রতি ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট। এই ফোনের বিক্রী শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। 

এই ফোনে থাকছে তিনটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে এস পেন সাপোর্ট। 

ফোনটির দাম (৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ) শুরু হচ্ছে ৩৮,৯৯৯ টাকা থেকে।

জেনে নেওয়া যাক ফোনটির খুঁটিনাটি

১) ৬.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড এনফিনিটি ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে থাকছে ফোনের সেলফি ক্যামেরাটি। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশেরও বেশী।

২) এই ফোনে ৬ জিবি / ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) এই ফোনে রয়েছে এক্সিনোস ৭এনএম বা স্ন্যাপড্রাগন চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) + ১২ মেগাপিক্সেলের (ম্যাক্রো ক্যামেরা) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) এই ফোনে থাকছে ১০ এনএম এক্সিনোস ৯৮১০ অক্টা-কোর প্রসেসর। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই ফোন।

৬) এই ফোনে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

৭) কানেক্টিভিটির জন্য থাকছে ৪জি এলটিই, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস আর একটি ইউএসবি টাইপ সি পোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Samsung Galaxy Note 10 Lite, #Samsung, #Mobile Phone

আরো দেখুন