সংসদে ভাইরাল বাংলা কবিতা – কৃতিত্ব কার?
“ঈশ্বর আমার বিদ্যাসাগর
ঠাকুর আমার রবীন্দ্রনাথ
রাম আমার রামমোহন
কাজী আমার নজরুল
ফকির আমার লালন
বাঙালির ধর্ম বাঙালিই জানে, বাঙালিই মানে”
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংসদে আলোচনার সময় বাংলায় বক্তব্য রাখেন বাংলার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বাংলার আবেগ বোঝাতে উনি একটি কবিতা দিয়ে বক্তব্য শুরু করেন। ভাইরাল হয়েছে সেই চার লাইনের কবিতাটি।
কিন্তু এই ভাইরাল কবিতাটি কার লেখা? খোঁজ নিল টিম দৃষ্টিভঙ্গি। দেখা গেছে যে জনৈকা ফেসবুক ব্যবহারকারী তন্বী দাসের ওয়ালে এই কবিতাটি প্রথম পোস্ট করা হয়। তারপরই ভাইরাল হয় সেটি।
ওনার রচনা সংসদে পৌঁছে গেল, কেমন লাগছে তন্বীর? উনি আপ্লুত। ওনার রচনা যে গণতন্ত্রের পীঠস্থান সংসদে পৌঁছেছে, তাতে তিনি খুব খুশি। এবং এই রচনার কৃতিত্ব যদি সাংসদ ওনাকে দিত, উনি আরও খুশি হতেন, এমনটাই দাবি তন্বীর।
সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দাবি উনি এই কবিতা রচনার কৃতিত্ব দাবি করেননি এবং রচয়িতার খোঁজ পেলে বাহবা জানাবেন তিনি, বলেন ডেরেক।