জীবনশৈলী বিভাগে ফিরে যান

ঘরোয়া উপায়ে কি করে যত্ন নেবেন চুলের

January 27, 2020 | < 1 min read

শীতে হাল খারাপ চুলের। সেই নিয়ে সকলে চিন্তিত। দামী শ্যাম্পু আর কন্ডিশনারে বাড়তি টাকা খরচা করেও হচ্ছে না সমাধান।অথচ হাতে কাছে বাড়িতেই আছে উপায়। দেখে নেওয়া যাক কটি ঘরোয়া উপায় চুলের চমক ও স্বাস্থ্য ফেরানোরঃ-

১) মধু: এক মগ জলে মিশিয়ে নিন আধকাপ মধু। শ্যাম্পু হয়ে গেলে মাথায় আস্তে আস্তে ঢালুন আর মাসাজ করুন। শেষে ধুয়ে নিন।

২) বাড়িতে স্পা: দু’ টেবিলচামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সঙ্গে দু’ টেবিলচামচ মধু ভালো করে মিশিয়ে নিন।মিশ্রণটি  মাস্ক হিসেবে লাগান চুলে। দশ মিনিট পর শ্যাম্পু করুন।

৩) টকদই আর মধুর মিশ্রণ: চুলের আর্দ্রতা ধরে রাখতে আধকাপ টকদইয়ে সিকি কাপ মধু ভালো করে মেশান।মিশ্রণটি  মাস্ক হিসেবে কুড়ি মিনিট রেখে ধুয়ে নিন। 

৪) মধু, দুধের মিশ্রণ: রুক্ষ, ক্ষতিগ্রস্ত চুলের জন্য আধকাপ দুধে দু’তিন চামচ মধু মেশান। মিশ্রণটা হালকা গরম করুন যাতে মধু পুরোপুরি দুধে মিশে যায়। তারপর ঠান্ডা করে লাগিয়ে নিন চুলের রুক্ষ ডগায়। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।৫) ডিম, মধুর মিশ্রণ: ২টো ডিম ভেঙে তাতে দু’ চামচ মধু দিয়ে ফেটান। লাগান মিশ্রণটি স্ক্যাল্পে। সম্পূর্ণ শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Homemade packs, #Dull Hair, #Remedies

আরো দেখুন