প্রযুক্তি বিভাগে ফিরে যান

ছবি তোলার পরই অদৃশ্য ক্যামেরা

January 30, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ- cnet

ছবি তোলার পরই অদৃশ্য ক্যামেরা। এমনই প্রযুক্তির স্মার্টফোনের আত্মপ্রকাশ বাজারে আনল ওয়ান প্লাস। মডেলটির নাম, ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান। লাস ভেগাসে আয়োজিত ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’-তে (সিইএস ২০২০) মডেলটি প্রকাশ্যে এনেছে ওয়ান প্লাস।

রেসিং কার প্রস্তুতকারক সংস্থা ‘ম্যাকলরেন’-এর সঙ্গে একযোগে এই অভিনব ফোনটি তৈরী করেছে চীনা সংস্থাটি। যদিও এটি পরীক্ষামূলকস্তরে আছে এখন। এখনও পর্যন্ত মাত্র ১০-১১টি স্মার্টফোন বাজারে এনেছে তাঁরা। মূলত মাঝারি দামের ফোন প্রস্তুতকারক এবং ‘ফ্ল্যাগশিপ কিলার’ হিসেবে সংস্থাটির খ্যাতি রয়েছে।

স্মার্টফোনের ডিজাইনকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেল সংস্থাটি। ম্যাকলরেন ৭২০এস স্পাইডার স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত হয়েছে এই মডেল। পিছনে সরু গ্লাস প্যানেলের সঙ্গে রয়েছে কমলা রঙের চামড়ার ফিনিশ। মাঝে লুকিয়ে আসল ম্যাজিক। বিশেষ ইলেক্ট্রোক্রোমিক গ্লাসের প্যানেলের নীচে থাকছে ফোনটির তিনটি ক্যামেরা।

ছবি তোলার প্রয়োজনে স্বচ্ছ হয়ে যাবে এই কাচ। আবার ছবি তোলা হয়ে গেলেই কাচের স্বচ্ছতা কমে গিয়ে ক্যামেরা অদৃশ্য হয়ে যাবে। আর এই প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র ০.৭ সেকেন্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#photo, #photooftheday, #photographer, #capture, #photos, #naturephotography, #camera, #photography

আরো দেখুন