দেশ বিভাগে ফিরে যান

এক নজরে কেন্দ্রীয় বাজেট ২০২০

February 1, 2020 | < 1 min read

এ বারের বাজেটকে কেউ বলছেন কয়েক দশকের মধ্যে কঠিনতম, কেউ আবার চ্যালেঞ্জিং। অর্থনৈতিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্বের হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট করে ছাড় দিয়েও তেমন সুফল মেলেনি। এই আবহে সাধারণ বাজেট পেশ করছেন নির্মলা।

বাজেটের আগে শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকবে ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। ওই সমীক্ষাতেই মেনে নেওয়া হয়েছে, চলতি বছর বৃদ্ধির হার ৫ শতাংশেই আটকে থাকবে।

জিডিপি বৃদ্ধির হার নীচের দিকে নামতে নামতে গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ঠেকেছে ৪.৫ শতাংশে। যা ২০১৩-র পর থেকে সর্বনিম্ন। বিশেষজ্ঞদের অনুমান, এই ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে হয়তো পরিকাঠামো খাতে বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই যে খাতে ১০৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে নরেন্দ্র মোদী সরকার।

এক নজরে দেখে নিন এবছরের বাজেটের হাইলাইটস:

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget 2020, #Budget, #Indian Economy, #Budget Of India, #Union Budget

আরো দেখুন