সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি টেলিস্কোপে
উন্মত্ত সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি এ বার হাতের মুঠোয়। সৌজন্যে হাওয়াইয়ের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সোলার টেলিস্কোপ। তার চোখ দিয়েই এই প্রথম সামনে এসেছে সূর্যের পৃষ্ঠের পুঙ্খানুপুঙ্খ চিত্র। যা সৌরজগৎ সম্পর্কে গবেষণায় অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
এই ‘গ্রাউন্ড টেলিস্কোপ’টি নাসার সৌর অভিযান পার্কার সোলার প্রোবের সঙ্গী। আগামী দিনে ইউরোপীয়ান স্পেস এজেন্সি ও নাসার যৌথ উদ্যোগে সোলার অরবাইটার উৎক্ষেপণ হবে, তারও সঙ্গী বিশ্বের বৃহত্তম সোলার টেলিস্কোপটি। তাদের কাজ হবে সূর্য সম্পর্কে আরও তথ্য জানা এবং দেখা, সূর্যের জন্য মহাকাশের আবহাওয়া পৃথিবীতে কতটা প্রভাব ফেলে।
নতুন প্রকাশিত ছবিতে ধরা পড়েছে সূর্যকে ঘিরে থাকা ফুটন্ত প্লাজমা। টেক্সাস শহরের আকারের বিশালবপুর এক-একটি কোষ, যেখানে ভিতর থেকে তাপ বাইরে বেরিয়ে আসছে। আর ঠান্ডা কোষগুলি ঢুকে যাচ্ছে ভিতরে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ফ্রান্স করদোভা বলেন, ‘আমরা ভূমিতে থাকা টেলিস্কোপ নিয়ে কাজ শুরু করেছিলাম। তাই প্রথম ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখনও পর্যন্ত এটাই সবচেয়ে নিখুঁত ছবি। সূর্যের করোনার ভিতরে চৌম্বকীয় ক্ষেত্রের মানচিত্র তৈরিতেও আমাদের সাহায্য করবে এই টেলিস্কোপ। এখানেই সৌরকম্পন হয়, যা বিশ্বের জীবনের উপর প্রভাব ফেলে।’
ইসরোর অন্যতম অভিযানের মধ্যে রয়েছে আদিত্য এল১। সেই সৌর অভিযানের দলে রয়েছেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের দিব্যেন্দু নন্দী। তিনি বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার। এতদিন সৌরপৃষ্ঠের বিষয়টি থিয়োরিতেই সীমাবদ্ধ ছিল। এ বার সেটা চোখে দেখার সুযোগ পাওয়া গেল। এতে সৌরঝড়ের পূর্বাভাস পেতে অনেক সুবিধা হবে।’