দেশ বিভাগে ফিরে যান

দেশের বাজেট সম্বন্ধে চমকপ্রদ কিছু তথ্য

February 1, 2020 | < 1 min read

মুষড়ে পড়া অর্থনীতির হাল ফিরবে কিনা, তা জানা যাবে আজ। ১ লা ফেব্রুয়ারি দ্বিতীয় বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বাজেট প্রস্তাবের হাত ধরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিনা, তা দেখার জন্যই মুখিয়ে আছেন করদাতা ও লগ্নিকারীরা। তবে বাজেট নিয়ে হাপিত্যেশের মাঝেই পাঠকদের জন্য রইল অজানা কিছু তথ্য।

দেশের বাজেট সম্পর্কিত কিছু তথ্য জানুন ও জানান (শেয়ার করে)

শনিবারে বাজেট!

১লা ফেব্রুয়ারি দ্বিতীয় বারের জন্য সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০১৫-১৬ সালের পর এবারও শনিবারে পেশ হবে বাজেট।

সন্ধ্যা নয় সকালেই…

২০০০ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বিকেল ৫ টায় সংসদে বাজেট পেশ করা হত। তবে ২০০১ সালে অর্থমন্ত্রী হয়ে সেই প্রথায় ইতি টানেন যশবন্ত সিনহা। বিকেলের পরিবর্তে সকাল ১১টায় বাজেট পেশ হওয়ার সূত্রপাত করেন।

আড়াই ঘণ্টার বাজেট-বক্তৃতা!

২০১৪ সালে বাজেট পেশ করে রেকর্ড করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আড়াই ঘণ্টা ধরে বাজেট বক্তৃতা দেন তিনি। মাঝে শুধু ৫ মিনিটের বিরতি নিয়েছিলেন তিনি।

বাজেট-ম্যান মোরারজি!

১৯৫৯ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রত্যেকটি বাজেটেই পেশ করেন মোরারজি দেশাই। এরপর ১৯৬৭ সাল – ১৯৬৯ সাল পর্যন্ত ফের বাজেট পেশ করেন তিনি। এছাড়াও ১৯৬২-৬৩ এবং ১৯৬৭-৬৮-র অন্তবর্তী বাজেটও তিনিই পেশ করেছিলেন। মোট ১০ বার বাজেট পেশের রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের।

বাজেটের জনক?

ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন। ইন্ডিয়া কাউন্সিলের অর্থনীতির সদস্য হিসেবে বাজেট পেশ করেছিলেন তিনি। তবে বাজেট পেশের কয়েক মাসের মধ্যেই কলকাতায় প্রয়াত হন দ্য ইকনমিস্টের (The Economist) প্রতিষ্ঠাতা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট!

দেশের অর্থনীতির জন্য প্রত্যেক বাজেটেই গুরুত্বপূর্ণ। তবে ১৯৯১ সালে পি ভি নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন ড. মনমোহন সিং। সেই বাজেটকেই ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা হিসেবে ধরা হয়।

ইন্দিরার পর নির্মলা!

১৯৭০-১৯৭১ সালে প্রথম মহিলা হিসেবে সংসদে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী। ২০১৯ সালের ৫ জুলাই দ্বিতীয় মহিলা হিসেবে বাজেট পেশ করেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget Of India, #Union Budget, #Budget 2020, #Budget

আরো দেখুন