বিবিধ বিভাগে ফিরে যান

বই কাহন – পড়ে ফেলুন এই রাশিয়ান উপন্যাসগুলি

February 1, 2020 | 2 min read

রাশিয়ান ভাষার বই এবার হাতের কাছে। ছবি সোউজন্যেঃ কলকাতা বইমেলা ডট কম

গত ২৮ শে জানুয়ারি উদ্বোধন হয়ে গিয়েছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ফেব্রুয়ারির ৯ তারিখ অবধি। এ বছরের বইমেলার ফোকাল থিম রাশিয়া। থাকবে রাশিয়ান সাহিত্যের বিশাল সংগ্রহ। রাশিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও প্রকাশ করা হবে বইগুলি। উপস্থিত থাকবেন রাশিয়ার নামী সাহিত্যিকরা।

শত ব্যস্ততা থাকলেও বইমেলায় একবার অন্তত ঢুঁ মারতে সকলেই যায়। বাঙালির কাছে বইমেলা মানে শুধুই বই কেনা নয়, এক কথায় যাকে বলে বই যাপন। রাশিয়ান সাহিত্যে উৎসাহীদের জন্যে এবছরের বইমেলা স্বর্গ। রাশিয়ান উপ্ন্যাস মানেই সামাজকে তুলে ধরা। সাহিত্যই হয়ে ওঠে অবলাদের ভাষা।

দেখে নেওয়া যাক সেই সব রাশিয়ান উপন্যাস, যা জীবদ্দশায় একবার না পড়লে আপনাকে পস্তাতে হবে।

ইউজিন ওয়ানজিনঃ

আলেকজান্ডার পুস্কিন এই উপন্যাসে ১৯ শতকের শুরুর দিকের রাশিয়ার জনজীবনকে তুলে ধরেছেন। সম্ভবত সর্বকালীন সেরা বুদ্ধিমত্তার সাথে লেখা একটি সামাজিক ব্যঙ্গ । প্রেমের গল্পের সাথে সামাজিক পরিস্থিতিকে অসম্ভব নিপুনতার সাথে বিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন পুস্কিন।

আ হিরো অফ আওয়ার টাইমঃ

মিখাইল লারমন্টভের লেখা এই উপন্যাসটি রাশিয়ার প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসটি একটি প্রাণোচ্ছল ব্যক্তিত্ব সম্পন্ন নারী প্রেমী অকারন বিদ্রোহীকে নিয়ে লেখা। এই চরিত্রটিকে পাঠকরা একাধারে যেমন ভালোবেসেছে, ঠিক তেমনি চরিত্রটির ওপর পাঠকদের রাগও হয়েছে প্রচুর। এই উপন্যাসটি পাঁচটি পরস্পর সংযুক্ত গল্পের মিশ্রন। এই চরিত্রটি রাশিয়ার উপন্যাসের প্রথম অনায়কোচিত চরিত্রে।

ফাদারস অ্যান্ড সন্সঃ

ইভান তুরজেনেভ এই চরিত্রের মধ্যে দিয়ে ১৮৬০ সালের পারিবারিক এবং সামাজিক দ্বন্দের কথা তুলে ধরেছেন। এই উপন্যাসটি এক ইস্পাত কঠিন, আবেগঘন চরিত্র নিয়ে।

দ্য ব্রাদার্স কারামাজোভঃ

ফাইয়োদর ডস্টোয়েভস্কি র লেখা এই উপন্যাসটি মূলত পারিবারিক দ্বন্দ নিয়ে। তিন ভাইয়ের তিন জগত তিয়ে এই উপন্যাস। এক ভাই ধার্মিক, এক ভাই কামুক এবং এক ভাই বুদ্ধিদীপ্ত। তাদের বাবার সন্দেহ জনক হত্যা এবং তার তদন্ত এই উপন্যাসের প্লট।

ডক্টর জিভাগোঃ

বরিস প্যাস্টারনাকের এই উপন্যাসটি যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী শান্তি নিয়ে। রাশিয়া বিদ্রোহের সময়ের শহরতলীই এই উপন্যাসের প্লট।এই উপন্যাসটি মূলত এক ডাক্তার কবির জীবিকা এবং শিল্পের দ্বন্দ এবং বেঁচে থাকার লড়াই নিয়ে।

অ্যান্ড কোয়াইট ফ্লোস দ্য ডনঃ

মিখাইল শোলকভের উপন্যাস। ঐতিহাসিক এই উপন্যাসটি যুদ্ধ এবং শান্তির ওপর ভিত্তি করে। এই উপন্যাসের মূল বিষয় এক পরিবারের প্রথম বিশযুদ্ধের প্রাক্কালে রক্তাক্ত রাশিয়ান বিপ্লবের সময়কার টানাপোড়েন নিয়ে।

লাইফ অ্যান্ড ফেটঃ

ভ্যাসিলি গ্রসম্যানের এই মহাকাব্য ১৯ শতকের সোভিয়েত সমাজ এবং যুদ্ধ কালীন এবং পরবর্তী রাশিয়ার পরিস্থিতি নিয়ে। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন চরিত্র নিয়ে লেখা হয়েছে এই উপন্যাস।

ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসভিচঃ

আলেকজান্ডার সোলজেনিটজিনের লেখা একটি ছোট অথচ অসাধারন উপন্যাস। লক্ষ লক্ষ বন্দী সোভিয়েত মজুরের মধ্যে এক মজুরের বন্দীদশার একটি দিন সাহিত্যক নিপুনতার সাথে তুলে ধরেছেন। বইয়ে বন্দীদশার ভয়ঙ্করতার কথা তুলে ধরা হয়েছে। উপন্যাসে ব্যবহৃত সব তথ্যই যথার্থ।

দ্য ফিউনার‍্যল পার্টিঃ

লাইউডমিলা উলিডস্কায়ার এই রাশিয়ান উপন্যাসেই ইংরেজি ভাষা প্রথম ব্যবহার করা হয়।এই উপন্যাসে লেখক এক হেরে যাওয়া প্রতিভাশীল চিত্রশিল্পীর শেষ ক্রিয়ায় উপস্থিত নিউইযরকবাসী বিভিন্ন শ্রেনীর রাশিয়ানদের অদ্ভুত মর্মর্স্পর্শী কথপোকথন তুলে ধরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #Russian books, #book stall

আরো দেখুন