দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কেতুগ্রামের এই মন্দিরে নিত্য আরাধনা হয় বীণাপাণির

February 1, 2020 | < 1 min read

দক্ষিণেশ্বরের আদলে বীণাপাণি মন্দির। ছবি সৌজন্যেঃ সংগৃহীত

সারা বছর বাগদেবী পুজিত হন এই গ্রামে। কেতুগ্রামের অম্বল গ্রামে বীণাপাণি পান নিত্যসেবা। ২৫ লক্ষ টাকা খরচা করে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হয়েছে মন্দিরও। সরস্বতী দেবীর মূর্তি মন্দিরের দেওয়ালে ও দরজায় খোদাই করা হয়েছে।

সারা বছর এখানে ঘট এবং পট পূজো হয়। মাঘ মাসে শ্রীপঞ্চমীতে এখানে মূর্তি এনে করা হয় পূজো।

এই পূজোর সূচনা হয় প্রায় ৬৮ বছর আগে। গ্রামের অর্থনৈতিক হাল ছিল খুব খারাপ। তাই বিদ্যালাভের আশায় বট গাছের নীচে ছাউনি করে শুরু হউ সরস্বতী দেবীর আরাধনা। গ্রামবাসীদের মতে তার পর থেকেই গ্রামে অর্থনৈতিক স্বাচ্ছল্যও আসে। ছোট মন্দির সংস্কার করে তৈরী করা হয় শ্বেত শুভ্র এই মন্দির।

সরস্বতী মন্দির এ রাজ্যে বিরল। হাওড়া বীরভুমে হাতে গোনা কয়েকটি মন্দির রয়েছে। এটি তাদের মধ্যে উল্লেখযোগ্য। সুষ্ঠ ভাবে পূজা পরিচালনার জন্যে এবছর পুলিশের তরফ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#SaraswatiPujo, #ketugram, #binapani mondir

আরো দেখুন