কলকাতা বিভাগে ফিরে যান

‘আমাদের সংবিধান, আমাদের শক্তি’ – পার্ক সার্কাসে শুরু মিলন মেলা

February 4, 2020 | < 1 min read

কলকাতার ‘শাহিন বাগ’ অর্থাৎ  পার্ক সার্কাস ময়দানে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মিলন উৎসব পালন করবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। এ বারের থিম ‘আমাদের সংবিধান, আমাদের শক্তি’। তবে প্রতি বছর মেলার মাঠে প্রতি সন্ধ্যায় যে-ভাবে বিনোদনমূলক অনুষ্ঠান হত, আন্দোলনের কথা মাথায় রেখে এ বার তা বাদ দেওয়া হয়েছে। এর বদলে হবে।

গত বছরের থিম ছিল জাতীয় সংহতি। তার আগের বছরের থিম ছিল বৈচিত্রের মধ্যে ঐক্য। এ বার দেশের পরিস্থিতির নিরিখে ‘আমাদের সংবিধান, আমাদের শক্তি’ থিম মাথায় রেখে সমগ্র পরিকল্পনা করা হয়েছে। থিম প্যাভিলিয়ন ছাড়াও বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতায় সংবিধানকে মাথায় রেখেই সব কিছু করা হচ্ছে।

মিলন মেলায় এ বারেও চাকরি দেওয়ার ব্যবস্থাও করা বলে। ৫২টি সংস্থা চাকরি মেলায় আসছে। এ-পর্যন্ত ১১ হাজার সংখ্যালঘু যুবক-যুবতী চাকরি মেলায় যোগ দিতে আবেদন করেছেন। এ বার অন্তত এক হাজার প্রার্থীকে যাতে চাকরি দেওয়া যায়, তার চেষ্টা চালানো হচ্ছে।

চাকরি মেলার পাশাপাশি কেরিয়ার গাইডেন্স শিবিরও হচ্ছে এখানে। তুলে দেওয়া হবে চাকরি পাওয়ার সুযোগ সংক্রান্ত পুস্তিকা। রাজ্যের ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেলায় উপস্থিত থেকে সংখ্যালঘু যুবক-যুবতীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে বিশেষ পরামর্শ দেবেন। এ ছাড়া এক হাজার সংখ্যালঘু যুবক-যুবতীকে নিজের উদ্যোগ গড়ে তোলার জন্য ঋণ দেওয়া হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Park Circus, #Milan Mela, #Amader Songbidhan Amader Shakti, #Harmony

আরো দেখুন